কারো যদি ভালই হয় তাহলে আসুন দেখি কিভাবে এ কাজটি করবেন। আপনি যদি ২ মিনিটে উইন্ডোজ সেটআপ দিতে চান তাহলে আপনাকে প্রথমে একটি ফ্রেশ উইন্ডোজ সেটআপ দিতে হবে এবং তারসাথে আপনার প্রয়োজনীয় সকল ড্রাইভার এবং সফটওয়্যার সেটআপ দিতে হবে। তারপর Acronis Rescue Media BootCD নামের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটি একটি বুটেবল ISO ফাইল যা Nero Burn সফটওয়্যারের সাহায্যে Bootable Data Disk ফরম্যাটে রাইট করতে হবে। রাইট শেষ হওয়ার পর আপনার কম্পিউটার রিষ্টার্ট দিন এবং Del বা F2 কী চেপে বায়োসে প্রবেশ করুন। তারপর ফাস্ট বুট ডিভাইসে বুট ফ্রম CD দেখিয়ে দিন এবং F10 কী চেপে সেভ করুন। Acronis Rescue Media BootCD থেকে আপনার কম্পিউটার চালু হবে। Acronis Master Image Creator নামে একটি লেখা দেখতে পাবেন ঐটার মধ্যে ক্লিক করে আপনার উইন্ডোজটি যে ড্রাইভে তার ব্যাকআপ নিন। তারপর save লোকেশনে অন্য একটি ড্রাইভ দেখিয়ে দিন। ব্যাস আপনার ঝামেলা শেষ। এখন আপনি উইন্ডোজ সেটআপ দিন মাত্র ২ মিনিটে। এখন কোনও কারনে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন হলে আপনাকে আর সময় নিয়ে উইন্ডোজ ইনষ্টল দিতে হবে না। শুধু Acronis Rescue Media BootCD দিয়ে বুট করে আপনার সেভ করা উইন্ডোজের ব্যাকআপটির লোকেশন দেখিয়ে দিন। ব্যাস এরপর দেখুন উইন্ডোজ সহ আপনার ব্যাকআপ রাখা সকল ড্রাইভার এবং সফটওয়্যার মাত্র ২ মিনিটে ইনস্টল হয়ে গেছে
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪


কারো যদি ভালই হয় তাহলে আসুন দেখি কিভাবে এ কাজটি করবেন। আপনি যদি ২ মিনিটে উইন্ডোজ সেটআপ দিতে চান তাহলে আপনাকে প্রথমে একটি ফ্রেশ উইন্ডোজ সেটআপ দিতে হবে এবং তারসাথে আপনার প্রয়োজনীয় সকল ড্রাইভার এবং সফটওয়্যার সেটআপ দিতে হবে। তারপর Acronis Rescue Media BootCD নামের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটি একটি বুটেবল ISO ফাইল যা Nero Burn সফটওয়্যারের সাহায্যে Bootable Data Disk ফরম্যাটে রাইট করতে হবে। রাইট শেষ হওয়ার পর আপনার কম্পিউটার রিষ্টার্ট দিন এবং Del বা F2 কী চেপে বায়োসে প্রবেশ করুন। তারপর ফাস্ট বুট ডিভাইসে বুট ফ্রম CD দেখিয়ে দিন এবং F10 কী চেপে সেভ করুন। Acronis Rescue Media BootCD থেকে আপনার কম্পিউটার চালু হবে। Acronis Master Image Creator নামে একটি লেখা দেখতে পাবেন ঐটার মধ্যে ক্লিক করে আপনার উইন্ডোজটি যে ড্রাইভে তার ব্যাকআপ নিন। তারপর save লোকেশনে অন্য একটি ড্রাইভ দেখিয়ে দিন। ব্যাস আপনার ঝামেলা শেষ। এখন আপনি উইন্ডোজ সেটআপ দিন মাত্র ২ মিনিটে। এখন কোনও কারনে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন হলে আপনাকে আর সময় নিয়ে উইন্ডোজ ইনষ্টল দিতে হবে না। শুধু Acronis Rescue Media BootCD দিয়ে বুট করে আপনার সেভ করা উইন্ডোজের ব্যাকআপটির লোকেশন দেখিয়ে দিন। ব্যাস এরপর দেখুন উইন্ডোজ সহ আপনার ব্যাকআপ রাখা সকল ড্রাইভার এবং সফটওয়্যার মাত্র ২ মিনিটে ইনস্টল হয়ে গেছে

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন