বুধবার, ১৪ মে, ২০১৪

আসসালামু আলাইকুম। আল্লাহ্‌র রহমতে সকলেই ভাল আছেন। আমার দ্বিতীয় টিউনে অনেকেরই সমস্যা হয়েছিল সিরিজ বোর্ড বানাতে ।তাই আজকের টিউন শুধু সিরিজ লাইন বোর্ড ইলেক্ট্রনিক্স বিভাগটি খুবই ঝুঁকিপূর্ণ তাই কাজ করার সময় খুবই খুবই সতর্ক থাকবেন।
X-Ray মানব দেহের জন্য একটি ক্ষতিকর রশ্মি তাই বলে কি মানুষ X-Ray হতে বিরত থাকে ? না ! অনেকের জীবন জীবিকার অবলম্বন এরকম অনেক ঝুঁকিপূর্ণ কাজ এবং দুর্ঘটনাই আহতদের সঠিক চিকিৎসার অংশ এ এক্সরে ।
আসুন কথা আর না বাড়িয়ে শুরু করে দেই আজকের কাজঃ-................................
প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ- প্লায়ারস ও স্ক্রু ড্রাইভার।
প্রয়োজনীয় উপকরনঃ- ৪০-২০০ ওয়াটের ক্লিয়ার বুল্ব,সুইচ বোর্ড, টুপিন সকেট, সুইচ, বাটাম হোলডার, টুপিন প্লাগ ও তার।




















আপনার প্রয়োজন হলে অতিরিক্ত সুইচ, সকেট, ফিউজ, ইন্দিগেটার ইত্যাদি ব্যবহার করতে পারেন।
কারযপ্রণালীঃ- চিত্রে বোঝানর জন্য খোলা অবস্থাই সংযুক্ত করেছি।
এবার উপদানগুলী সুইচ বোর্ডে ভালভাবে স্ক্রু দিয়ে সংযুক্ত করুন । চিত্রে সাদাকালো অংশ ডায়াগ্রাম ও রঙ্গিন উপাদানের চিহ্নিত চিত্র । চিহ্নিত চিত্র দেখে সঠিকভাবে সংযুক্ত করি













এবার আমার ব্যবহারক্রীত বোর্ডটির সকল অংশ চিহ্নিত করে ডায়াগ্রামসহ বর্ণনা করছি। ...............
আমার বোর্ডটিতে ২ নং চিত্র এর প্রদর্শিত উপাদান ছাড়া অতিরিক্ত ১ টি ফিউস, ১ টি ইন ইন্দিগেটার, ও টুপিন সকেট বাবহার করেছি। ইন্দিগেটারতির কভার খুলে শুধু মূল উপাদান সুইচ বোর্ডের সাথে সংযুক্ত করেছি।এতে বোর্ডের ডিজাইন পালটানোর সাথে সাথে কিছু জাইগা অন্য কাজে ব্যবহার করতে পেরেছি। 













এবার চিত্র ৩ এর মত করে সকল উপাদান সঠিকভাবে সংযুক্ত ঙ্করুন ।
তাহলেই আপনার সিরিজ বোর্ড তৈরি।
সিরিজ বোর্ড পরীক্ষাঃ- পরীক্ষা করতে লাগবে টুপিন সহ অল্প একটু তার।
সিরিজ বোর্ড পরীক্ষা পদ্ধতিঃ- এবার টুপিন সহ তারটি খোলা প্রান্ত চিত্রের মত করে ধরি অন্য হাত দিয়ে টুপিন সিরিজের সকেটে প্রবেশ করি। এখুন খোলা প্রান্ত দুটি চিত্রের মত স্পর্শ করি। তাহলে বাল্বটি জ্বলবে। তারের প্রান্ত দুটি খুলে দিন বাল্বের আল বন্ধ হবে।













সিরিজ বোর্ডের সুইচের কজঃ- সুইচ অন করলে বাতি জ্বলবে। ফলে আলো জালানর কাজে ব্যবহার করতে পারবেন।
সুইচ অন অবস্থাই সিরিজ কাজ করেনা।
এই সুইচ ব্যবহার করলে রাইস কুকার, ওভেন, আয়রন (লন্ড্রি) ইত্যাদি পরীক্ষা করতে বাড়টি সুবিধা পাবেন।
উদাহরনঃ- সুইচ অন অবস্থাই আয়রন (লন্ড্রি) এর প্লাগ সিরিজ সকেটে প্রবেশ করান দেখবে আলো জ্বলছে এবার সুইচ অন করুন। আলো একটু উজ্জলতা পেয়েছে। সুইচ অন অফ করুন, আলো কম বেশি হচ্ছে। এতে বোঝা যাই আয়রন (লন্ড্রি)টি ভাল আছে। কিন্তু যদি আলো না জ্বলে বা সম্পুরন জ্বলে তাহলে আয়রন (লন্ড্রি)টি নষ্ট। 
সতর্কতাঃ- ১. ইলেক্ট্রনিক্স সম্পর্কে ধারনা না থাকলে চেষ্টা না করাই ভাল।
২. যে উপাদানগুলো নেই কাজ করবেন সেগুলি ত্রুতি মুক্ত হতে হবে।
৩. বোর্ডটি সম্পূর্ণ হলে আর একবার চিত্রের সাথে ভাল করে মেলানর পর সব কিছু ঠিক থাকলে বৈদুতিক সংযোগ দিন। অসম্পূর্ণ অবস্থাই সংযোগ দিবেনা।
৪. সংযোগের স্ক্রুগুলো ভাল ভাবে টাইট দিন। ঢিলা থাকলে ফাআরিং করবে তারাতারি নষ্ট হাবে।
৫. এসকল ঝুঁকিপূর্ণ কাজে একজন সহকর্মী রাখুন। কোন ত্রুটি হলে মেইন সংযোগ বন্ধ করতে পারে।
৬.সিরিজ সকেট ছাড়া অন্য সকেটে সিরিজ পরীক্ষার প্লাগ প্রবেশ করাবেননা। অন্য সকেটে পরীক্ষার প্লাগ প্রবেস করালে আগুন ধরতে পারে তাই ভুল করেও সাধারণ সকেটে পরীক্ষার প্লাগ প্রবেশ করাবেন না 


0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন