সোমবার, ৫ মে, ২০১৪

বন্ধুরা কেমন আছেন সবাই, আশাকরি ভালোই আছেন । আমি এখন আন্ড্রোয়েড বিষয়ে  টিপস্ দেব। আজকের বিষয়টি হল- আন্ড্রোয়েড পাসওয়ার্ড ভূলেগেলে কি করবেন। বন্ধুরা আমরা অনেক সময় জটিল পাসওয়ার্ড ব্যবহার করি  কিন্তু হঠাৎ করে  পাসওয়ার্ডটি ভূলে যেতে পারি।  ফোনটিকে পুনরুদ্ধার করার জন্য ফ্ল্যাশ বা পুনরায় অপারেটিং সেটআপ দিতে হয় । আর এটি করার জন্য অর্থও খরচ করতে হয়। আর কোন টাকা আপনাকে খরচ করতে হবেনা আপনি নিজেই এখন এখন পারবেন। নিচের ধাপগুলো একটু ভালোকরে দেখুন-
১. প্রথমে ভলিউমের বাটন দুটি চেপে ধরুন । যেটি দিয়ে আপনি সাউন্ড বাড়ান ও কোমান।
২.  ফোন অন-অফ করার  বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয় ।
৩.এরপর দেখবেন চারটি অপশন আসবে, তার মধ্য থেকে রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন । এটি করার জন্য অপশন পছন্দের জন্য ভলিউমের বাটনগুলো এবং অন-অফ করার বাটনটি পছন্দ করার জন্য ব্যবহার করতে হবে ।

৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে, ফোনটি রিস্টার্ট হওয়া পর্যন্ত । ব্যাস হয়েগেলো । (88)

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন