মঙ্গলবার, ৬ মে, ২০১৪

ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর বিভিন্ন ফিচার এটাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
এই ফেসবুক নিয়ে অনেকের কাছ থেকে বারবার একটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হল কীভাবে ফেসবুক পেজ খুলতে হয়? শুধুমাত্র জানার জন্য হলেও তারা এটা জানতে চায়।
তাহলে আসুন আজ আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখি

প্রথমে আপনারা ফেসবুকে Log Out করার যে মেনু সেখানে যাবেন। Log Out  অপশন থেকে ঠিক উপরে একটা মেনু, নাম Create Page অপশনে ক্লিক করুন। দেখবেন নিচের ছবির মতো একটা পেজ আসবে।












এখান থেকে আপনি আপনার পেজের ক্যাটাগরি পছন্দ করুন।
আমি আপনাদের Cause or Community  তে একটা পেজ খোলা দেখাব। আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি পছন্দ করতে পারেন









আরেকটা কথা বলে নেই, আপনারা অপ্রয়োজনীয় বা অরুচিপূর্ণ কোন পেজ খুলবেন না প্লিজ
তাহলে আপনার পছন্দমতো ক্যাটাগরিতে ক্লিক করুন। আমি Cause or Community  ক্যাটাগরিতে প্রবেশ করলাম।
তারপর নিচের ছবির মতো অপশন আসবে। সেখানে আপনার পেজের নাম দিন এবং নিচের I agree Facebook Pages Terms  এ টিক চিহ্ন দিন। তারপরGet Started  এ ক্লিক করুন।












তারপর এক এক করে আপনার পেজের তথ্য দিন, প্রোফাইল পিকচার অ্যাড করুন  এবং Save Info  তে ক্লিক করুন।
হয়ে গেল আপনার নিজস্ব পেজ খোলা।
পরবর্তীতে কোন তথ্য যোগ বা বাদ দিতে হলে Edit Page  থেকে পরিবর্তন করুন।
একাধিক এডমিন রাখতে চাইলে Edit Page থেকে Manage Admin Roles  ক্লিক করে Email এড্রেস দিয়ে বন্ধুদের অ্যাডমিন করতে পারেন
যাইহোক এখন মনে হয় আপনাদের আর পেজ খুলতে কারও সমস্যা হবে না।
আবার রিকুইয়েসট করছি, অপ্রয়োজনীয়

২টি মন্তব্য :