বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

আমাদের কম্পিউটারে অনেক সময় প্রয়োজনে উইন্ডোজ এক্সপি ইনস্টল বা নতুন করে সেটআপ দিতে হয়। এবং নতুন করে উইন্ডোজ সেটআপ দেওয়ার পর ইনস্টল করতে হয় সাউন্ড, অডিও, ভিজিএ ড্রাইভার সহ বিভিন্ন সফটওয়্যার। আর এই কাজগুলি করতে টাইমও লাগে অনেক। যদি এমন হয় মাত্র ২ মিনিটে আপনার উইন্ডোজ সহ সব ড্রাইভার এবং প্রয়োজনীয় সফটওয়্যারগুলি সেটআপ হয়ে যায় তাহলে কেমন হয়?
কারো যদি ভালই হয় তাহলে আসুন দেখি কিভাবে এ কাজটি করবেন। আপনি যদি ২ মিনিটে উইন্ডোজ সেটআপ দিতে চান তাহলে আপনাকে প্রথমে একটি ফ্রেশ উইন্ডোজ সেটআপ দিতে হবে এবং তারসাথে আপনার প্রয়োজনীয় সকল ড্রাইভার এবং সফটওয়্যার সেটআপ দিতে হবে। তারপর Acronis Rescue Media BootCD নামের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটি একটি বুটেবল ISO ফাইল যা Nero Burn সফটওয়্যারের সাহায্যে Bootable Data Disk ফরম্যাটে রাইট করতে হবে। রাইট শেষ হওয়ার পর আপনার কম্পিউটার রিষ্টার্ট দিন এবং Del বা F2 কী চেপে বায়োসে প্রবেশ করুন। তারপর ফাস্ট বুট ডিভাইসে বুট ফ্রম CD দেখিয়ে দিন এবং F10 কী চেপে সেভ করুন। Acronis Rescue Media BootCD থেকে আপনার কম্পিউটার চালু হবে। Acronis Master Image Creator নামে একটি লেখা দেখতে পাবেন ঐটার মধ্যে ক্লিক করে আপনার উইন্ডোজটি যে ড্রাইভে তার ব্যাকআপ নিন। তারপর save লোকেশনে অন্য একটি ড্রাইভ দেখিয়ে দিন। ব্যাস আপনার ঝামেলা শেষ। এখন আপনি উইন্ডোজ সেটআপ দিন মাত্র ২ মিনিটে। এখন কোনও কারনে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রয়োজন হলে আপনাকে আর সময় নিয়ে উইন্ডোজ ইনষ্টল দিতে হবে না। শুধু Acronis Rescue Media BootCD দিয়ে বুট করে আপনার সেভ করা উইন্ডোজের ব্যাকআপটির লোকেশন দেখিয়ে দিন। ব্যাস এরপর দেখুন উইন্ডোজ সহ আপনার ব্যাকআপ রাখা সকল ড্রাইভার এবং সফটওয়্যার মাত্র ২ মিনিটে ইনস্টল হয়ে গেছে

২৪ ঘন্টার অনলাই  নিউজ

http://www.bdnews24.com/

দৈনিক সংবাদপত্র

http://www.prothom-alo.com/

http://www.ittefaq.com/

http://www.dailyjanakantha.com/

http://www.nayadiganta.com/

http://www.shamokal.com/

http://www.dailyinqilab.com/

http://www.amardesh.net/

http://www.thedailystar.net/

http://independent-bangladesh.com

বাংলা টেকনলজি ব্লগ

http://www.somewhereinblog.net/

http://www.prothom-aloblog.com/

http://www.cadetcollegeblog.com/

http://www.techtunes.com.bd

http://www.techtalkbd.com

http://www.sachalayatan.com/

http://www.amarblog.com/

http://www.nogorbalok.com/

http://www.nagorikblog.com/

বিয়ে

http://borbodhu.com/

http://www.ghotockvai.com/

অনলাইন গিফ্ট শপ

http://www.giftdokan.com/

http://www.ekhoni.com

ফ্রেন্ডশিপ

http://www.addaghar.com/

http://ebondhu.7mb.net/

http://deshibondhu.7mb.net/

http://www.deshifacebook.com/

অনলাইন বিদ্যালয়

http://www.bdhigherstudy.com/

http://www.fornix-education.com/

ইসলাম

http://www.learnholyislam.org/

খেলা

http://www.khelarkhobor.com/

বাংলা কার্টুন

http://www.deshicartoon.7mb.net/

চাকুরী

http://www.bdjobs.com/

http://wwwprothom-alojobs.com/

http://www.bdhotjobs.com/

শেয়ার মার্কেট

http://www.dsebd.org/

http://www.csebd.com/

সরকার

http://www.bangladesh.gov.bd/

http://www.dhakacity.org/

http://www.rajukdhaka.org/

http://www.parjatan.org/

http://www.bimanair.com/

http://www.parliament.gov.bd/

রেডিও

http://www.metrowave-bd.com/

http://www.lamon24.com/

বাংলা নাটক ও সিনেমা

http://www.amarnatok.com/

http://banglamoviedownload.com/

টিভি

http://www.atnbangla.tv/

http://www.btv.com.bd/

http://www.ntvbd.tv/

http://www.channel-i-tv.com/

http://www.banglavision.tv/

কৃষি

http://www.agrobangla.com/

http://www.barc.gov.bd/

গান

http://banglamusic.com/

http://www.murchona.org/home/

http://www.doridro.com

বিমান

http://www.unitedairwaysbd.com/

http://www.gmgairlines.com/site/index.php

ব্যাংক

http://www.hsbc.com.bd/

http://www.thecitybank.com/

http://www.ucbl.com/

http://www.uttarabank-bd.com/

http://www.dhakabank.info/

http://www.prime-bank.com/

http://www.dutchbanglabank.com/

http://www.basicbankbd.com/

http://www.bankasia-bd.com/

http://www.easternbank.com/

http://www.pubalibangla.com/

http://www.standardbankbd.com/

http://www.grameen-info.org/

http://www.standardchartered.com/bd/en/

http://www.agranibank.org/

http://www.janatabank-bd.com/

http://www.rupalibank.org/

http://www.abbankonline.com/

http://www.eximbd.com/

http://www.ificbankbd.com/

http://www.nblbd.com/

http://www.islamibankbd.com/home.php

কুরিয়ার

http://www.pioneercourier.net/

হসপিটাল

http://www.centralhospitalltd.com/

http://www.squarehospital.com/

http://www.apollodhaka.com/

হোটেল এবং গেস্ট হাউজ

http://www.hotel.com.bd

http://www.panpacific.com/Dhaka/Overview.html

ইন্সুরেন্স

http://www.green-delta.com/

http://www.meghnalife.com/

বাংলাদেশী মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান

http://www.grameenphone.com/

http://www.bd.airtel.com

http://www.aktel.com/

http://www.citycell.com/

http://www.teletalk.com.bd/

http://www.banglalinkgsm.com/

মেডিকেল কলেজ

http://www.bsmmu.org/

http://www.sikderhospital.com/

http://www.pharmadu.net/

রাজনীতি

http://www.albd.org/autoalbd/index.php

http://www.bnpbd.com/

http://www.jatiyaparty.org/

http://www.jamaat-e-islami.org/

http://www.cpbdhaka.com/

আপনাদের কেমন লাগল তা জানাতে ভুলবেন না । আজকের মত এই পর্যন্তয় ভাল থাকবেন। আল্লাহ্‌ হাফেয।

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪



মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করার সময় আপনার পার্শ্ববর্তী নেটওয়ার্ক-এর উপর নির্ভর করে G, E, 3G, H, H+, LTE উঠে থাকে।
এগুলো সবই নেটওয়ার্ক-এর সংস্করণ।
G অর্থ GPRS
আপনার মোবাইল স্ক্রিনে যদি 'G' লেখা উঠে থাকে তবে আপনি ইন্টারনেটের সর্বনিম্ন কোয়ালিটি ইউজ করছেন।
অর্থাত এক্ষেত্রে আপনার নেট স্পিড থাকবে খুবই কম।
E অর্থ EDGE
যদি E লেখা থাকে তার মানে আপনি GPRS এর চেয়ে ভালো কোয়ালিটির ইন্টারনেট ব্যবহার করছেন।
এটিই মূলত 2G ইন্টারনেট।
বাংলাদেশের প্রায় সব এলাকাই EDGE কাভারেজ সম্পন্ন।
3G হল GSM এবং EDGE এর চেয়ে দ্রুত গতির ইন্টারনেট সংস্করণ।
3G = 3rd Generation
বাংলাদেশে 3G চালু হলেও মোবাইল অপারেটরগুলা এর চেয়ে উন্নত সংস্করণের ইন্টারনেট চালু করেছে।
যার কারণে 3G কাভারেজ এলাকায় নেট ব্রাউজ করলে মোবাইল স্ক্রিনে H অথবা H+ উঠে।
H = HSDPA / 3.5G
H+ = 3.9G
3G/3.G+ এর চেয়ে দ্রুত গতির ইন্টারনেট হল LTE বা 4G যা আমাদের দেশে বাণিজ্যিকভাবে এখনও চালু হয়নি।
LTE= Long Term Evolution
বাংলালায়নসহ অন্যান্য ওয়াইম্যাক্স কোম্পানিগুলো LTE চালু করতে চাচ্ছে কিন্তু নরমাল মোবাইল অপারেটর গুলোর কারনে তা সম্ভব হচ্ছেনা বলে জানা গেছে।
সারা বাংলাদেশে 3G পৌঁছার এবং LTE চালু হওয়ার আশায়...



মেগা পোস্ট!!! How To Flash any nokia mobile via phoenix

সবাইকে সালাম জানিয়ে আজকে আবার শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন তাই আপনাদের আরেকটু ভালো লাগাতে আজকে আমার এই পোস্ট
আমাদের সবারই হয়ত নকিয়া মোবাইল আছে। আর আমাদের মোবাইলে নানান রকমের সফটওয়ার এর সমস্যা হয়। যার কারনে আমরা সারভিস এর দোকানে নিয়ে যাই আর মোবাইলটি ফ্লাশ করি
মোবাইলটি ফ্লাশ করতে আমাদের টাকা দিতে হয় সারভিস এর লোকদের। আজ নিজেই ঘরে বসে নিজের নকিয়া মোবাইলটি ফ্লাশ করুন :D
প্রথমে কিছু জিনিস আপনার ডাউনলোড করে নিতে হবে
আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেক জিনিস গুলো সাজিয়ে দিচ্ছি
প্রথমে phoenix service software file টি ডাউনলোড করুন
ডাউনলোড লিঙ্কঃ


তারপর Nevifirm Download করুন
ডাউনলোড লিঙ্কঃ http://www.4shared.com/zip/w1hDukgIba/NaviFirm.html
নেভি ফারম সফটওয়ারটির কাজ হলো আপনার মোবাইলের মডেল অনুযায়ী ফারমওয়ার খুজে বের করা এবং তা ডাউনলোড করা
আপনার মোবাইল ফ্লাশ দিতে হলে আপনাকে অবশ্যই ফারমওয়ার ফাইল লাগবে। এছাড়া আপনি আপনার মোবাইল ফ্লাশ করতে পারবেন না। প্রত্যেক নকিয়া মোবাইলের বিভিন্ন RM-code and Products code থাকে। সেই কোড অনুযায়ী খুজে আপনাকে ফারমওয়ারটি ডাউনলোড করতে হবে
তাহলে কাজ শুরু করা যাকআপনি এতক্ষনে নিশ্চই উপরের দুইটা ফাইল ডাউনলোড করে ফেলছেন। আপনার কম্পিঊটারে অবশ্যই নেট থাকতে হবে
phoenix service software টি ইন্সটল করুন। রান করাবেন না
নেভি ফারম ফাইলটি extract করে অপেন করুন।
















চিত্রের মত উইন্ডো আসার পর আপনার মোবাইলের ব্যাটারি খুলে Products code লিখে নেভি ফারম search box  search করুন


 


















আমি আমার কোড দিয়ে বের করেছি আপনি অবশ্যই আপনার কোড দিয়ে বের করবেন। আপনার কোড দিয়ে search করার পর উপরের চিত্রের মত দেখতে পাবেন। আপনার ফারমওয়ারটি আসার পর তা ডাউনলোড করুন 
























আপনার ফারমওয়ারটি এভাবে ডাউনলোড হয়ার পর শেষ হলে তা খুজে বের করুন











উপরক্ত লোকেশন  আপনার ফাইলটি পাবেন। এটা আমার মোবাইলের ফাইল
আপনি ১ম স্টেপ পেরিয়ে গেছেন। এখন ২য় স্টেপ
এখন আপনাকে ফুল ফারমওয়ারটি phoenix service software er location  কপি করতে হবে। নিচের চিত্র অনুযায়ী ফাইলটি কপি করুন

















আর হ্যা আপনি products code এর ভিতরে ফাইল্টি কাট করে উপরক্ত চিত্রের লোকেশনে products  ঢুকে নিউ ফোল্ডার করে আপনার মোবাইলের RM লিখে সব ফাইল পেস্ট করেন
এখন phoenix software run করুন।  





























আপনার মোবাইলে ইউসবি দিয়ে আপনার কম্পিউটারে কানেক্ট করুন। তারপর নিচের চিত্র দেখুন





























connection  ক্লিক করার পর আপনার RM দেখতে পারবেন সেটায় ক্লিক করুন






















ক্লিক করার পর file > scan products  ক্লিক করুন। স্কেন করার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন


 



















স্টেপ ২য় হয়ে গেল। এখন আসুন ফ্লাশিং স্টেপ ...   











Flashing > Firmware Update  ক্লিক করুন






















তারপর নতুন একটি উন্ডো আসবে।।
উপরের চিত্রের মতন আসলে বুজবেন আপনার কপি পেস্ট করা ফাইল্টি সঠিক ভাবে বসিয়েছেন
এখন নিচের চিত্রের মত করে ক্লিক 























Refurbish  ক্লিক করুন। এখন দেখুন ফ্লাশিং স্টারট 































warning: পুরো কাজ টি ভালো ভাবে করবেন। আপনার ইউসবি ক্যাবল ঠিক আছে কিনা তা চেক করে নিবেন। অন্যথায় মাজ পথে আপনার ক্যাবল disconnect হলে আপনার সেট টি ডেড হয়ে যেতে পারে। তবে ভয় নেই তারও সলুশন আছে। :D
আপনার মোবাইলটি যদি ডেড হয়ে থাকে তাহলে আপনি ইউসবি লাগানোর আগে ব্যাটারি খুলে নিবেন। তারপর ইউসবি কানেক্ট করবেন। নিচের চিত্রের মত দেখুন

































Dead mode  ক্লিক করুন। তারপর নিচের ইন্সট্রাকশন দেখুন









উপরের চিত্রের মত করে ফ্লো করুন। তারপর ফ্লাশ করুন। এভাবে আপনার মোবাইল ফ্লাশ করতে পারবেন


জেনে নিন মোবাইল এর কিছু প্রয়োজনীয় তথ্য, [না দেখলে মিস']

কম্পিউটার ট্রাবলশুটিং, অনলাইন আর্নিং এবং টিপস এন্ড ট্রিকস বিষয়ে ইতিপূর্বে অনেকেই অনেক আলোচনা করলেও আজ একটু ব্যতিক্রম কিছু উপহার দেয়ার চেষ্টা করব আসুন কথা না বাড়িয়ে চেষ্টা করে দেখি

মোবাইল ব্যবহার করছেন, তবুও কিছু তথ্য হয়ত আপনার এখনও অজানা  রয়ে গেছে
যদি আপনার নিজের নাম্বার কোনো কারণে মনে না আসে, কিংবা যে নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সে সিমের নাম্বার জানেননা বা ভুলে গেছেন, মোবাইল ব্যালেন্স নেই, কাওকে ফোন করে জিজ্ঞাস  করার সুযোগও নেই, অনেকদিন ধরে 
সিম ইনেকটিভ হয়ে থাকতে পারে, কার্ডও নেই যে রিচার্জ করে তথ্য জেনে নিবেন, যদি এমন পরিস্থিতিতে আপনার নাম্বার জানা খুব জরুরি হয় তবে নিচের দেখানো নাম্বার ডায়াল করুন আর নির্দেশনাগুলো জেনে নিন  এর মাধ্যমে আপনি নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর গুলোর কিঞ্চিত তথ্য সম্পর্কেও জানতে পারবেন   এতে করে  নিজের নাম্বার দেখা, ব্যালেন্স চেক করা, রিচার্জ করা, কাস্টমার কেয়ার সম্পর্কিত তথ্যগুলো  অনায়াসেই আপনার হাতের মুঠোয় থাকবে।
আপনি যদি গ্রামীনফোন ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *১১১**#
নিজের নাম্বার জানতে  *#
ব্যালেন্স জানতে  *৫৬৬#
রিচার্জ  করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ ফোন দিয়ে প্রেস করে
অন্য অপারেটর  থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার  ০১৭১১-৫৯৪৫৯৪
আপনি যদি বাংলালিংক  ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *৫১১#
ব্যালেন্স জানতে  *১২৪#
রিচার্জ  করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২
যে কোনো অপারেটর  থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১
আপনি যদি এয়ারটেল  ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *১২১**#
ব্যালেন্স জানতে  *৭৭৮#
রিচার্জ  করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার৭৮৬
অন্য অপারেটর  থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬
আপনি যদি রবি ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে  *১৪০**#
ব্যালেন্স জানতে  *২২২#
রিচার্জ  করতে *১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২৩ ফোন দিয়ে প্রেস করে
যেকোনো  অপারেটর  থেকে রবি  কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০
আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন
নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে
ব্যালেন্স জানতে  *১৫২#
রিচার্জ  করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার১২১
যেকোনো  অপারেটর  থেকে টেলিটক  কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০
আপনি যদি সিটিসেল ব্যবহার করে থাকেন
জিএসএম প্রযুক্তি সম্বলিত না হওয়ায়  সিটিসেল ইউএসএসডি সার্ভিস নেই, তবুও কিঞ্চিত তথ্য জেনে নিতে পারেন সিটিসেল সম্পর্কে
নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন Help পাঠিয়ে দিন ২২৫৫ নাম্বারে,  কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা  করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্ষিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবেএছাড়া সিটিসেল এর আর কোনো নির্ভরযোগ্য পদ্ধতি নেই নিজের নাম্বার জানার বা দেখার
ব্যালেন্স জানতে বা দেখতে  *৮৮৭  ডায়াল
ব্যালেন্স শুনতে  *৮১১  ডায়াল
রিচার্জ  করতে *৮৮৮  ডায়াল
কাস্টমার কেয়ার১২১
যেকোনো  অপারেটর  থেকে সিটিসেল  কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১
তথ্য গুলো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের অজানা  সাধারণত যে যে অপারেটর ব্যবহার করেন শুধু সে সম্পর্কে  জানেন, অন্য অপারেটর সম্পর্কে ধারণা কম থাকে, তাই কাউকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা খুব একটা করা হয়না, আশা করি টিউন এর মাধ্যমে আপনি তার কিছুটা হলেও জানতে করতে পারবেন।
উপকারে আসলেই কিঞ্চিত চেষ্টা সার্থক হবে, মন্তব্য পরামর্শ দিতে ভুলবেননা 


আপনার নোকিয়া সেট এর Password ভুলে গেছেন কোন সমস্যা নেই
আমরা অনেকেই নোকিয়া ফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার কারনে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। নোকিয়া তে ডিফল্ডভাবে ১২৩৪৫ সিকিউরিটি কোড দেয়া থাকে। যা আমরা অনেকেই জানি। সুতরাং প্রয়োজন হয় সিকিউরিটি কোডটি পরিবর্তন করার। 
আমরা যারা এই অপশনস্ টা ব্যাবহার করে থাকি, তারা প্রত্যেকেই সিকিউরিটি কোডটি পরিবর্তন করি। কিন্তু বেশ কিছু দিন পর আমরা সেই সিকিউরিটি কোডটি সহজেই ভুলে যাই। তারপর থেকে শুরু হয় সমস্যার। কোডটি রিসেট করতে অথবা ফ্লাস দিতে যেতে হয় বিভিন্ন মোবাইল সার্ভিসিং পয়েন্টে। গুনতে হয় ৫০-৩০০ টাকা বা তারও বেশী।

অথচ, কোন টাকা ছাড়াই আপনার পার্সোনাল কম্পিউটারে একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। প্রয়োজন শুধু মাত্র একটি সচল নোকিয়া ক্যাবল।
আসুন দেখে নেই কিভাবে আপনি উক্ত কাজটি পুরোপুরি সম্পন্ন করবেন:-
প্রথমে আপনি নিচের লিংক থেকে [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।এখন থেকে 
ডাউনলোড [ANT]-Simple  
আপনার কম্পিউটারে যদি Pc Suite ইনস্টল থাকে, তাহলে Pc Suite এর প্রোগ্রামটি কে Exit করে দিন, এমনকিTaskbar থেকেও।
[ANT]-Simple
 সফটওয়্যারটি ডাউনলোড শেষ হলে এটাকে Extract করে নিন।
এবং Simple.exe ফাইলটি run করান।
এবার Usb ক্যাবল দিয়ে আপনার মোবাইল কে কম্পিউটারের সাথে যুক্ত করুন। মোবাইলে কানেকশন টাইপ কিন্তু Pc Suite মোডে রাখতে ভুলবেন না যেন।
যাইহোক, উক্ত প্রোগ্রামের Main ট্যাব থেকে নিচের Check এ ক্লিক করুন। তারপর আপনার IMEI number and model সম্পর্কে তথ্য সেখানে দেখতে পাবেন।
যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনটি সঠিকভাবে পিসিতে কানেক্ট পায়নি। অন্য কোন Usb Port এ লাগিয়ে কানেক্ট করুন।
তারপর নিচের চিত্র অনুযায়ী Normal সিলেক্ট করে Get এ ক্লিক করুন।

আমরা অনেকেই নোকিয়া ফোন ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে নিরাপত্তার কারনে সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। নোকিয়া তে ডিফল্ডভাবে ১২৩৪৫ সিকিউরিটি কোড দেয়া থাকে। যা আমরা অনেকেই জানি। সুতরাং প্রয়োজন হয় সিকিউরিটি কোডটি পরিবর্তন করার। 
আমরা যারা এই অপশনস্ টা ব্যাবহার করে থাকি, তারা প্রত্যেকেই সিকিউরিটি কোডটি পরিবর্তন করি। কিন্তু বেশ কিছু দিন পর আমরা সেই সিকিউরিটি কোডটি সহজেই ভুলে যাই। তারপর থেকে শুরু হয় সমস্যার। কোডটি রিসেট করতে অথবা ফ্লাস দিতে যেতে হয় বিভিন্ন মোবাইল সার্ভিসিং পয়েন্টে। গুনতে হয় ৫০-৩০০ টাকা বা তারও বেশী।

অথচ, কোন টাকা ছাড়াই আপনার পার্সোনাল কম্পিউটারে একটি সফট্ওয়্যার এর মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। প্রয়োজন শুধু মাত্র একটি সচল নোকিয়া ক্যাবল।
আসুন দেখে নেই কিভাবে আপনি উক্ত কাজটি পুরোপুরি সম্পন্ন করবেন:-
প্রথমে আপনি নিচের লিংক থেকে [ANT]-Simple সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।এখন থেকে 
ডাউনলোড [ANT]-Simple  
আপনার কম্পিউটারে যদি Pc Suite ইনস্টল থাকে, তাহলে Pc Suite এর প্রোগ্রামটি কে Exit করে দিন, এমনকিTaskbar থেকেও।
[ANT]-Simple
 সফটওয়্যারটি ডাউনলোড শেষ হলে এটাকে Extract করে নিন।
এবং Simple.exe ফাইলটি run করান।
এবার Usb ক্যাবল দিয়ে আপনার মোবাইল কে কম্পিউটারের সাথে যুক্ত করুন। মোবাইলে কানেকশন টাইপ কিন্তু Pc Suite মোডে রাখতে ভুলবেন না যেন।
যাইহোক, উক্ত প্রোগ্রামের Main ট্যাব থেকে নিচের Check এ ক্লিক করুন। তারপর আপনার IMEI number and model সম্পর্কে তথ্য সেখানে দেখতে পাবেন।
যদি না দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার ফোনটি সঠিকভাবে পিসিতে কানেক্ট পায়নি। অন্য কোন Usb Port এ লাগিয়ে কানেক্ট করুন।
তারপর নিচের চিত্র অনুযায়ী Normal সিলেক্ট করে Get এ ক্লিক করুন।





















এবার Service ট্যাবে ক্লিক করুন। এবং সেখান থেকে User code এর Get এ ক্লিক করুন ঠিক নিচের চিত্রটির মত করে।














তারপর আপনি অপর অংশে আপনার ভূলে যাওয়া সিকিউরিটি কোডটি দেখতে পাবেন